• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টিকটকে বিভিন্ন বাহিনীর পোশাকে মেয়েদের ফাঁদে ফেলাই ছিল তার কাজ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১  

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য পরিচয়ে টিকটক করে নারীদের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম টিকটক রাজ ওরফে রাকিব।  রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

আজ সোমবার (১৫ নভেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ‌‘আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে র‍্যাব ও বিজিবির ইউনিফর্ম পরে টিকটক ব্যবহার করে প্রতারণা, নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতের অভিযোগে টিকটক রাজ ওরফে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ