• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কাউন্সিলর হত্যা: আরও দুই আসামির ৫ দিনের রিমান্ড

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১  

কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ দুজনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল (২৮) ও সায়মনকে (৩০) পাঁচ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। একই দিন বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথের আদালতে ১০ দিন করে রিমান্ড চাইলে বিচারক তাদের প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সোহেল ওরফে জেল সোহেল (২৮) নগরীর নবগ্রাম এলাকার শাহ আলমের ছেলে। তিনি এ মামলার ২ নম্বর আসামি। অন্যদিকে সায়মন (৩০) একই এলাকার মৃত সামছুল হকের ছেলে। তিনি এ মামলার ১০ নম্বর আসামি।

পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে জেল সোহেল ও বাংলাবাজার এলাকা থেকে সায়মনকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম‌্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে আদালত তাদের প্রত্যেককে পাঁচদিন করে রিমান্ড দেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ