• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিসিএসে উত্তীর্ণ ৮৪ জন প্রার্থীকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২২  

বিসিএস ৩৬, ৩৭ ও ৩৯-এ বিভিন্ন ক্যাডারে উত্তীর্ণ হয়ে পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশপ্রাপ্ত নিয়োগবঞ্চিত ৮৪ জন প্রার্থীকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৫ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া ও মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া জানান, রুল শুনানি শেষে রায় দিয়েছেন। রায়ে এসব প্রার্থীকে দ্রুত নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে কোনো প্রার্থীদের বিরুদ্ধে যদি কোনো নির্দিষ্ট মামলা থাকে তাহলে সে নিয়োগ পাবে না।  
আইনজীবী ছিদ্দিক উল্লাহ্ মিয়া আরও বলেন, বারবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ করেও তাদের নিয়োগ দেওয়ায় তারা হাইকোর্টে রিট করেন। এরপর হাইকোর্ট রুল জারি করেন। সেই রুলের পূর্ণাঙ্গ শুনানি শেষে বুধবার হাইকোর্ট রায় দেন।
এ রায়ের ফলে রিটকারীরা ন্যায়বিচার পেয়েছেন এবং তাদের নিয়োগের পথ সুগম হলো বলে মন্তব্য করেন আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ