• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৬ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১  

সশরীরে পরীক্ষা গ্রহণের অনুমোদন দিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (রবিবা) কর্তৃপক্ষ। আগামীকাল ১৬ সেপ্টেম্বর সংগীত বিভাগের মধ্য দিয়ে পরীক্ষাগ্রহণ শুরু হবে। ২২ সেপ্টেম্বর থেকে রবীন্দ্র অধ্যয়ন বিভাগ এবং ২৩ সেপ্টেম্বর থেকে অর্থনীতি বিভাগের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্রে এতথ্য জানা যায়।  এর আগে ১২ সেপ্টেম্বর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এবং সহকারী রেজিস্ট্রার শেখ আল মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগ প্রস্তুত আছে, তারা সশরীরে পরীক্ষা নিতে পারবে। বিভাগগুলো স্ব স্ব একাডেমিক কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেবে। বিভাগগুলোর অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা নিতে পারবে। একদিনে এক বর্ষের বেশি পরীক্ষা নিতে পারবে না।

পরীক্ষার ব্যাপারে জানতে চাইলে, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বরুণ রায় বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রণালয় কর্তৃক যে বিধি দেওয়া হয়েছে, সেগুলোও যথাযথ মানা হবে। 

পরীক্ষার ব্যাপারে শিক্ষার্থীরা কতটুকু আগ্রহী তা জানতে চাইলে রবীন্দ্র অধ্যয়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাজেদুল ইসলাম সজিব বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সাধুবাদ জানাচ্ছি। দীর্ঘ দিন হলো আমরা পড়াশোনার বাইরে আছি। এখন পরীক্ষা হলে আমরা আবার পড়াশোনায় ফিরতে পারবো। 

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিব মাহমুদ বলেন, যেহেতু স্কুল-কলেজ চালু রয়েছে, সেহেতু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হলে পড়াশোনায় মন বসাতে পারবো। 

অনেক শিক্ষার্থী প্রশ্ন তুলেছেন টিকার ব্যাপারে। অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মহসিনা আহমেদ স্নিগ্ধা বলেন, ইতোমধ্যে আমাদের অনেকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেনি। এ অবস্থায় পরীক্ষা দেওয়া ঠিক হবে বলে মনে করি না।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ