• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো কোনো পরিস্থিতি হয়নি: শিক্ষামন্ত্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা সারাদেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান পর্যবেক্ষণে রেখেছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয় পর্যবেক্ষণে রেখেছে। তবে এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) শিল্পকলা একডামিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘মানিকগঞ্জসহ কিছু জায়গায় সংক্রমণের তথ্য আমরা পেয়েছি। আমরা স্কুল প্রধান, সিভিল সার্জন, সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। কোথাও যদি খারাপ অবস্থার তথ্য পাই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো এবং ওই প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত ওই রকম অবস্থা হয়নি।’

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাঝে মাঝে আমাদের কাছে তথ্য আসে এই প্রতিষ্ঠানে এতজন, ওই প্রতিষ্ঠানে অতজন আক্রান্ত। কিন্তু এখন পর্যন্ত এ জাতীয় কোনো খবরের সত্যতা আমরা পাইনি।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ