• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বুয়েটের বাছাই পরীক্ষা শুরু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১  

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা শুরু হয়েছে আজ। বুধবার (২০ অক্টোবর) থেকে শুরু হওয়া এ বাছাই পরীক্ষা চলবে কয়েক ধাপে। আগামীকালও চলবে এ পরীক্ষা। 

আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ১১টা পর্যন্ত। এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া, আগামীকালও একই সময়ে দুই ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পরীক্ষা হবে আগামী ৬ নভেম্বর।

বুয়েট কর্তৃপক্ষ বলছে, ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীদের মধ্যে প্রথম ২৪ হাজার জন প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ