• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোন বোর্ডে পাসের হার কত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১  

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় এ ফল প্রকাশ করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরীক্ষায় এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

শিক্ষাবোর্ড সমূহ থেকে পাওয়া তথ্যমতে, ঢাকা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ১৫ শতাংশ। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। ময়মনসিংহে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। যশোর বোর্ডে ৯৩ দশমিক শূন্য ৯ শতাংশ। বরিশাল বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। রাজশাহীতে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। কুমিল্লা ৯৬ দশমিক ২৭ শতাংশ। চট্টগ্রাম বের্ডে ৯১ দশমিক ১২ শতাংশ। সিলেট বোর্ডে ৯৬ দশমিক ৭৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

এছাড়া মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। কারগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ