• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২২  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, মার্চে কোভিড-১৯ এর  সংক্রমণ বাড়বে। কিন্তু তা জানুয়ারিতেই বাড়া শুরু করেছে। এখন আমাদের যা পরিকল্পনা ছিল তাতে পরিবর্তন আনতে হবে। ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের নিয়ে আমাদের চিন্তা রয়েছে। এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

আজ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাইনা। বরং আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসে তার ব্যবস্থা করা হচ্ছে।’

ডা. দীপু মনি বলেন, ‘আমাদের আরও অনেক বেশি সজাগ থাকতে হবে। করোনার সংক্রমণ বাড়ছে। গত দেড় বছরে শিক্ষাখাতে যে ঘাটতি হয়েছে তা পুষিয়ে নিতে সশরীরে ক্লাস করাটা সবচেয়ে বেশি জরুরি। কিন্তু দেখা যাচ্ছে অনেকই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যেভাবে চলছে তাতে শিক্ষাখাতের সমস্যাটাই বেশি হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ