• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভিকারুন্নিসার প্রভাতী শাখার প্রধান শিক্ষক বরখাস্ত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

ভিকারুন্নিসা নূন স্কুল ও কলেজের শিক্ষার্থী অরিত্রি অধিকারীর মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকালে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস  এ তথ্য জানান।

নাজনীন ফেরদৌস বলেন, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এবং গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী জিন্নাত আরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি ক্লাসে যোগদান করতে পারবেন না কবলেও জানান স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস।

উল্লেখ্য, সোমবার দুপুরে শান্তি নগরের নিজ বাসা থেকে অরিত্রি অধিকারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের দাবি, অরিত্রির বিরুদ্ধে ফাইনাল পরীক্ষায় নকলের অভিযোগ তুলে তার বাবাকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। পরে অরিত্রির বাবাকে জানানো হয়, তার মেয়েকে টিসি দেয়া হবে। এছাড়াও তার বাবাবে নানা ধরণের কথা শুনায় স্কুল কর্তৃপক্ষ।

এ সময় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল অরিত্রির সামনে তার বাবাকে অপমান করেন। বাবার এই অপমান সহ্য করতে না পেরে অরিত্রি আত্মহত্যা করে বলে পরিবারের দাবি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ