• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩  

সারা দেশের মতো চাঁদপুরেও উৎসবমুখর পরিবেশে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন পাঠ্যবই। বছরের শুরুর দিন এসব বই পেয়ে দারুণভাবে উচ্ছ্বসিত শিশুসহ নানা বয়সী শিক্ষার্থীরা।

রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের শুভসূচনা করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদা আক্তার। পরে সকাল ১০টার পর থেকে শহরের হাসান আলী প্রাইমারি স্কুল, হাসান আলী সরকারি হাইস্কুল, আল আমিন স্কুল অ্যান্ড কলেজসহ আরো কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে যোগ দেন জেলা প্রশাসক।

এদিকে অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার চাঁদপুর জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৫ লাখ শিক্ষার্থীকে নতুন পাঠ্যবই তুলে দেয়া হয়। তবে এখনো কিছু বই সরবরাহ না হওয়ায় সাময়িক অসুবিধায় পড়তে হবে শিক্ষার্থীদের।

তবে এই বিষয় নিয়ে কোনো দুশ্চিন্তা না করতে বলেছেন জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তিনি জানান, মাধ্যমিক পর্যায়ের কিছু বই না আসলেও আগামী কয়েক দিনের মধ্যে তা পৌঁছে যাবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ