• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

কুয়েটে হল খুলবে ২১ আগস্ট, ক্লাস শুরু ২৫ আগস্ট

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪  

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর আবাসিক হলসমূহ আগামী বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬ টায় খুলবে, ক্লাস শুরু হবে রবিবার (২৫ আগস্ট) ।

আবাসিক হলে শিক্ষার্থীদের কক্ষ বন্টনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ করা হবে । অত্র বিশ্ববিদ্যালয়ের গত ১১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৩তম (জরুরী) সভার সিদ্ধান্ত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭১.০৬.০০৭.২০১৬-৩৩৩ তারিখ: ১৫/০৮/২০২৪খ্রি: এর নির্দেশনা এবং ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরীক্ষা সংক্রান্ত তারিখ সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক জানানো হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

উল্লেখ্য, আবাসিক হলে শিক্ষার্থীদের কক্ষ বন্টনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ করে ব্যবস্থা নেয়ার জন্য হল প্রভোস্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ