• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেলের ৩৯ শিক্ষার্থী বহিষ্কার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪  

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হত্যাচেষ্টা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যাচের ৩৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গত বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয় বলে অধ্যক্ষ এ এফ এম নুরউল্লাহ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে জানানো হয়েছে।

ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদন ও স্থায়ী শাস্তির আদেশ না আসা পর্যন্ত তাঁদের সাময়িকভাবে ক্যাম্পাস ও ছাত্রবাস থেকে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের মাধ্যমে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, তাঁদের সামনে প্রয়োজনে অভিযুক্ত শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

নোটিশে সাময়িক বহিষ্কারের কথা উল্লেখ করা হলেও মেডিকেল কলেজের অধ্যক্ষ এ এফ এম নুরউল্লাহ দাবি করেন, তাঁদের সাময়িক  বহিষ্কার করা হয়নি, বিরত রাখা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ১১টি লিখিত অভিযোগ জমা পড়েছে।

অভিযুক্তরা কোনো রাজনৈতিক দলের শিক্ষার্থী কি না, এমন প্রশ্নে অধ্যক্ষ জানান, তার কাছে যে অভিযোগ জমা পড়েছে সেখানে শুধু নাম এবং কোন দেশের শিক্ষার্থী সেটি উল্লেখ আছে।

তিনি জানান, তদন্তের জন্য মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সাহাব আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিলে তাঁদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ