• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

‘মন থেকে আমি চিরকালই একজন কৃষক’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১  

জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ভারতের উত্তরপ্রদেশের বুধানায় তার জন্ম।

কৃষক পরিবারের সন্তান নওয়াজউদ্দিন। রুপালি জগতে প্রতিষ্ঠিত হলেও এখনো নিজেকে একজন কৃষকই মনে করেন তিনি।

করোনা মহামারির এই সময়ে মুম্বাই ছেড়ে নিজের গ্রামের বাড়ি বুধানায় অবস্থান করছেন নওয়াজ। সেখানে বসেই যাবতীয় কাজ করছেন। পাশাপাশি কৃষি কাজ করে নিজেকে ব্যস্ত রাখছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, ‘এখানে (বুধানায়) অনেক শান্তিতে আছি। করোনায় পরিস্থিতি অনেক পাল্টে গেছে। শহরের ব্যস্ত জীবন আর আমার ভালো লাগছে না। আমার বুধানা অনেক শান্ত জায়গা।’

গত বছর ভারতের লকডাউন শুরুর পর থেকে বুধানাতে আছেন নওয়াজ। অনলাইনের মাধ্যমে মিটিং, চিত্রনাট্য শোনা এমনকি ডাবিংয়ের কাজও করছেন। এই অভিনেতার ভাষায়, ‘মন থেকে আমি চিরকালই একজন কৃষক। মাটির কাছে থাকতেই বেশি ভালোবাসি। ক্ষেতে চাষ করি যখন খুব আত্মতৃপ্তি অনুভব করি। বুধানায় আমি চাষের জমির ওপর ঘুমিয়ে পড়ি।’

নওয়াজের ঝুলিতে বর্তমানে একাধিক প্রজেক্ট রয়েছে। ‘সঙ্গিন’ এবং ‘জোগিরা সা রা রা’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া ‘বোল চুড়িয়া’ সিনেমার বড় অংশের শুটিং শেষ করেছেন এই অভিনেতা। পাশাপাশি একটি মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের কাজ করছেন নওয়াজউদ্দিন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ