• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দুদিনেও মেলেনি করোনা রিপোর্ট, ক্ষুব্ধ গায়িকা ইমন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২২  

কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউডে ফের আছড়ে পড়েছে করোনার ঢেউ। প্রতি দিনই কয়েকজন করে তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। সেখানে এখন আতঙ্ক। তাই সামান্য জ্বর-ঠান্ডা-কাশি হলেই সবাই ছুটছেন পরীক্ষা করাতে।

কিন্তু সময়মতো যদি তার রিপোর্ট না মেলে, তাহলে মেজাজ গরম হওয়া অস্বাভাবিক কিছু নয়।

তেমনই মেজাজ গরম হয়েছে ওপার বাংলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর। বুধবার থেকে তিনি এবং তার স্বামী নীলাঞ্জন ঘোষ হালকা জ্বরে ভুগছেন। সঙ্গে যোগ হয় সর্দি-কাশি, গলাব্যথা।

এই অবস্থায় বৃহস্পতিবার তারা গিয়েছিলেন প্রথম সারির একটি গবেষণাগারে করোনা পরীক্ষা করাতে। কথা ছিল, এক দিনের মধ্যেই রিপোর্ট জানা যাবে। কিন্তু নুমনা দেওয়ার পর দুই দিন পার হয়ে গেলেও মেলেনি রিপোর্ট।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইমন বলেন, ‘সকাল সাড়ে সাতটায় গবেষণাগারের একটি ছেলে আসেন। তিনি আমাদের বলেন ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন। তারপরে দুই দিন কেটে গেছে। কোনো রিপোর্ট হাতে পাননি।’

শিল্পীর দাবি, তারা ওই গবেষণাগারের ওয়েবসাইটে ঢুকতে গিয়ে দেখেন, সেটিও অকেজো! এখনও বিনা চিকিৎসাতেই রয়েছেন তারকা দম্পতি। ইমনের ব্যঙ্গ, ‘চিকিৎসা তো হলই না। কোভিড কিনা সেটাও বুঝতে পারছি না। ফলে, নিভৃতবাসের পদক্ষেপও নিতে পারছি না। এদিকে জ্বর কমে আমরা প্রায় সুস্থ!’

এমনকি, ফোনেও সংস্থার পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো ভাবে যোগাযোগ করা হয়নি বলে জানান ইমন। গায়িকাও তাদের ফোনে যোগাযোগ করতে পারছেন না।

একটি গবেষণা কেন্দ্রের এমন অপেশাদার আচরণ দেখে হতবাক ইমন। প্রশ্ন, ‘আমার মতো আরও বহু জন সঠিক রিপোর্টের আশায় প্রথম সারির গবেষণাগারে কোভিড পরীক্ষা করাচ্ছেন। সময় মতো যদি ফলাফল জানতে না পারেন তাহলে চিকিৎসার কী হবে? বিনা চিকিৎসায় সংক্রমণ বাড়বে বই কমবে না!’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ