• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গান গাইবো, আমাকে ভালো কন্টেন্ট বানাতে বলেছে : হিরো আলম

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ জুলাই ২০২২  

আমাকে ভালো কন্টেন্ট বানাতে বলেছে

অনেকেই সংবাদ প্রকাশ করেছে আমাকে নাকি গান গাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এটা সত্য না। হারুন স্যার আমাকে ভালো কন্টেন্ট বানাতে বলেছে। আমাকে বলা হয়েছে বিকৃত সুরে না গাইতে।

গান গাইবো না, এটা তো সত্যি না।

বুধবার দুপুরে আশরাফুল আলম ওরফে হিরো আলম পুলিশের কাছে  মুচলেকা দেওয়ার পরে এমন বক্তব্য দিলেন। তার দাবি, তিনি বিকৃত সুরে গান গাইবেন না, অভিনয়ে পুলিশের ড্রেস দেখেশুনে ব্যবহার করবেন বলে মুচলেকা দিয়েছেন।  

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে ডিবি সাইবার ক্রাইম বিভাগের কাছে অনেক অভিযোগ এসেছে। এই প্রেক্ষিতে আজ তাকে ডাকা হয়। ডিএমপি শিল্পী সমিতিকে বলেছে, পুলিশের পোশাক পরে অভিনয় করতে হলে অনুমতি নিতে হবে। কিন্তু হিরো আলম শিল্পী সমিতির সদস্যও নন। অথচ তিনি অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরছেন। কনস্টেবলের ড্রেস পরে এসপি, ডিআইজির অভিনয় করছেন। এটা তিনি জানেনও না। ’

আশরাফুল আলম হিরো আলমকে তলব করা হয়েছিল। বিষয়টি নিয়ে হিরো আলম বলেন, আমাকে ডাকা হয়েছিল কয়েকটা অভিযোগে। আমি রাতের রানি নামের একটা গান করেছিলাম। সে গান নিয়ে আপত্তি ছিল দুইজন মডেলের। এরপরে রবীন্দ্র সংগীত নিয়ে অভিযোগ ছিল। আমাকে হারুন স্যার (ডিআইজি হারুন) বলেছেন সুর ছাড়া রবীন্দ্র সংগীত গাওয়া যাবে না। তার মানে আমি রবীন্দ্র সংগীত গাইবো না এটা তো না। আমাকে ভালো) কন্টেন্ট বানাতে বলেছে। ’

তিনি বলেন, ‘আমি এরপরে চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট বানাতে। গান করলে ভালো ভালো গান করবো। আমিও বলেছি চেষ্টা করবো। হ্যাঁ, আমি এরপর থেকে ভালো করে তবে ভিডিও বানাবো। ’

বগুড়ার প্রত্যন্ত এরুলিয়া গ্রামে একসময় সিডি বিক্রি করতেন আলম। সিডি যখন চলছিল না, তখন তিনি কেবল ব্যবসা শুরু করেন। কেবল সংযোগের ব্যবসার সুবাদে গানের ভিডিও তৈরি করতে শুরু করেন তিনি। ইউটিউবে প্রায় ৫০০ মিউজিক ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম।

ইউটিউবে হিরো আলমের এসব ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তার ভিডিও নিয়ে কৌতুক শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় তার ভিডিও নিয়ে হয় ট্রল। এরপর তিনি শুরু করেন সিনেমা প্রযোজনা ও অভিনয়। গত নির্বাচনে নিজ এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন আলম। সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের টক শোতে কথা বলার সুযোগ পান। এভাবেই নানা কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ