• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এবার চলচ্চিত্রে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২  

দেশের রাজনীতির মাঠে বলিষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক নৌ পরিবহন মন্ত্রী এবং শ্রমিক নেতা শাজাহান খান।তবে রাজনৈতিক নেতা থেকে এখন তিনি পুরোপুরি সিনেমার গল্প রচয়িতা। লিখে ফেলেছেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত— ‘জয় বাংলার ধ্বনি’ শিরোনামে নতুন সিনেমা।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমাটির সংবাদ সম্মেলন। এতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক মঞ্চের দুই সহযোদ্ধা শাজাহান খান ও আসাদুজ্জামান নূর। ছিলেন সিনেমাটির অন্যান্য কুশলীরাও।

জয় বাংলার ধ্বনি’ সিনেমাটি নির্মাণ করছেন খ ম খুরশেদ। এতে মুখ্য চরিত্রে থাকছেন নিরব হোসেন ও সুনেরাহ বিনতে কামাল। আর ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমার কাহিনিকার হিসেবে রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্মানী পেলেন শাজাহান খান। ৪৫ হাজার টাকার সেই চেক তার হাতে তুলে দেওয়া হয়েছে।এ ব্যাপারে নিজের অনুভূতি প্রকাশ করেন নতুন এই গল্পকার। শাজাহান খান বলেন, “আপনারা আমাকে জানেন একজন দেশপ্রেমিক ও রাজনৈতিক কর্মী হিসেবে। আমার পেশা রাজনীতি, পাশাপাশি একজন ট্রেড ইউনিয়নিস্ট। আজ এক ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হলো ‘জয় বাংলা ধ্বনি’ চলচ্চিত্রের কাহিনিকার হিসেবে।”

উল্লেখ্য, ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমায় রাজাকার চরিত্রে অভিনয় করবেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। ২০২১-২২ অর্থবছরে সিনেমাটি নির্মাণের জন্য ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন নির্মাতা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ