• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

নাগা-শোভিতার সম্পর্ক ভাঙার ভবিষ্যদ্বাণী করে নিজেই বিপদে জ্যোতিষী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪  

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে। সামান্থার সঙ্গে চার বছরের দাম্পত্য জীবন ভেঙে নতুন সম্পর্কে ঢুকছেন নাগা। কিন্তু এই সম্পর্কের মেয়াদও নাকি মাত্র তিন বছর! এমনটাই ভবিষ্যদ্বাণী করলেন এক জ্যোতিষী। আর এই ভবিষ্যদ্বাণী করে রীতিমতো বিপদেও পড়েছেন সেই জ্যোতিষী।

৮ আগস্ট বাগ্দান সেরেছেন নাগা চৈতন্য ও শোভিতা। সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর শোভিতার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে ছিলেন নাগা। তবে এবার আর গুঞ্জন নয়, প্রকাশ্যেই হাত ধরলেন প্রেমিকার। তবে দুজনের এই সম্পর্ক বড়জোর তিন বছর টিকবে, এমন  ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী ভেনু স্বামী প্রাণাকুশম।

তার দাবি, ২০২৭ সালেই শেষ হয়ে যাবে নাগা-শোভিতার সম্পর্ক! শুধু তাই নয়, জ্যোতিষী এ-ও বলে বসেন, তাঁদের সম্পর্ক ভাঙার পেছনে কারণ হয়ে দাঁড়াবেন আরেক নারীই। 

এর পরই টিএফজেএ (তেলুগু ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন)-এর পক্ষ থেকে ওই জ্যোতিষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। পরে অবশ্য ওই জ্যোতিষী সমাজমাধ্যমে নিজের ভুল স্বীকার করেন। পাশাপাশি শপথ করেন, ভবিষ্যতে আর কখনো কোনো চলচ্চিত্র তারকা কিংবা নেতাকে নিয়ে আগাম কোনো মন্তব্য করবেন না।

যদিও শোভিতা-নাগা এই প্রসঙ্গে তেমন কোনো পদক্ষেপ করেননি। যদিও তেলুগু সিনেমার সাংবাদিকরাই আগেভাগে তৎপরতার সঙ্গে বিষয়টিতে পদক্ষেপ করে ফেলেছেন।

নাগা-সামান্থার বিচ্ছেদের পর ভক্তরা অনেকেই আশায় ছিলেন, আবারও এক হবেন এই জুটি। তবে কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে নাগা স্বীকার করেছিলেন, তিনি সামান্থার সঙ্গে প্রতারণা করেছেন। তিনি জানিয়েছিলেন, সম্পর্কে থাকাকালীন অন্য সম্পর্কে জড়িয়েছেন।

এককথায় দ্বিচারিতা করেছেন। তবে জীবন একটাই। তাই সব রকমেরই অভিজ্ঞতার স্বাদ চেয়েছেন তিনি। শেষ পর্যন্ত ভক্তদের আশা ভঙ্গ করে নতুন মানুষের হাত ধরলেন নাগার্জুনপুত্র নাগা চৈতন্য।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ