• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

তিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দাঁড়কাক’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪  

তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে জায়েদ সিদ্দিকীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। পরিচালক জানান, আগস্ট ও সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার পঞ্চদশ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্ন (১৫-৩০ আগস্ট), ভারতের দশম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (১৬-১৮ আগস্ট) ও যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে (১৩-১৫ সেপ্টেম্বর) চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। 

মেলবোর্ন উৎসব চলাকালে ছবিটি অনলাইন প্ল্যাটফরম IFFM365-এ শুধু অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। ভারতের শিমলায় সেরা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কারের জন্য ‘দাঁড়কাক’ প্রতিদ্বন্দ্বিতা করবে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতেও ছবিটি প্রতিদ্বন্দ্বিতা করবে সেরার জন্য। এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহানসহ অনেকে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ