• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

মৌসুমী-পায়েলের ‘শিউলি মালা’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৪  

১ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘শিউলি মালা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মৌসুমি হামিদ ও কেয়া পায়েল। 

এর গল্পটা এমন—শিউলি আর মালা দুই বোন। সবাই তমিজউদ্দিনকে চেনে শিউলি-মালার বাবা আর একজন গুণী শিল্পী হিসেবে। তবে তমিজউদ্দিন প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছেন বছর হতে চলল।  শিউলি আর বোন মূলত তমিজের দেখভাল করে। শিউলি মাস্টার্স শেষ করতে পারেনি তার আগেই সংসার চালাতে নেমে গেছে টিউশনি করতে। তবে মালা যথেষ্ট মেধাবী হওয়ায় সে আশা লতা মহিলা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় মেধাবৃত্তি নিয়ে। শিউলি পছন্দ করে একজনকে। যার পরিবার আবার সেটা চায় না। সেখানে যুক্ত হয় মেম্বারের প্রভাব।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ