• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টিভিতে সাপ ধরা শিখে কিশোর রাসেল ভাইপার আটক করল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১  

কিশোরের বাবা রিপন শিকদার বলেন, ন্যাশনাল জিওগ্রাফি ও ডিসকভারি টিভি চ্যানেল দেখে আমার ছেলে আলভী সাপ ধরা শিখেছে‌। সে সাপটি নদীতে ভেসে আসতে দেখে এটিকে আটক করে প্লাস্টিকের একটি জারে বন্দি করে রাখে। সাপটি লম্বায় আনুমানিক দেড় ফুটের মতো হবে।

তিনি আরও বলেন, উপজেলা বন প্রাণী বিভাগে সাপটি হস্থান্তর করার জন্য একাধিবার যোগাযোগ করা হলেও তারা একেকজন একেক নম্বর দিয়ে যোগাযোগ করতে বলছেন। কিন্তু কেউ সাপটির দায়িত্ব নিতে চাইছে না।

স্থানীয়রা জানান, ওই এলাকায় মাসখানেক আগেও একটি বড় রাসেল ভাইপার আটক হয়েছিল। পরে স্থানীয়রা পিটিয়ে সাপটিকে মেরে ফেলেন। কিছুদিন পরপর রাসেল ভাইপার আটকের ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা বন বিভাগের কর্মকর্তা মো. আবু তাহের বলেন, রাসেল ভাইপার একটি বিষধর প্রজাতির সাপ। আমরা বন্য প্রাণী বিভাগের সঙ্গে যোগাযোগ করে শিগগিরই সাপটিকে উদ্ধারের ব্যবস্থা করছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ