• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভারতে গরুর জন্য অ্যাম্বুলেন্স

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১  

ভারতের উত্তরপ্রদেশে গরুর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হতে যাচ্ছে। গরুর খামারের উন্নয়ন, পশুপালন ও মৎস্যসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধরি এ কথা জানিয়েছেন। 

তিনি বলেছেন, অসুস্থ হওয়া গরুকে দ্রুত চিকিৎসা করানোর জন্যই এই পরিষেবা শুরু হচ্ছে উত্তরপ্রদেশে। গরুর জন্য এই ধরনের পরিষেবা ‘ভারতে এই প্রথম’।

‘অভিনব অ্যাম্বুলেন্স’ পরিষেবা চলতি বছরের ডিসেম্বর থেকে পাওয়া যাবে। ২৪ ঘণ্টায় এই পরিষেবা পাবেন গরু পালনকারীরা। এজন্য এরই মধ্যে ৫১৫টি অ্যাম্বুলেন্স তৈরি আছে।

মন্ত্রী বলেছেন, পরিষেবার জন্য জরুরিু নম্বর ১১২ তে ফোন করতে হবে। অসুস্থ গরুদের দ্রুত চিকিৎসার জন্যই এই ব্যবস্থা।

তিনি আরো বলেছেন, এই নম্বরে ফোন করার ৩০ মিনিটের মধ্যে দুই সহকারী নিয়ে এক পশুচিকিৎসক এসে হাজির হবে। এই পরিষেবা সংক্রান্ত অভিযোগের জন্য লখনৌতে একটি কলসেন্টার খুলবে যোগি আদিত্যনাথের সরকার।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ