• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনার টিকা না নিলে বন্ধ হবে বেতন, যেতে পারে চাকরিও !

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১  

করোনার টিকা না নিলে বা টিকাবিধি না মানলে বেতন কেটে নেওয়া হবে গুগল কর্মীদের। এমনকি ক্ষেত্রবিশেষ তাদের চাকরিচ্যুতও করা হতে পারে। কর্মীদের সম্প্রতি এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে গুগলের অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে মঙ্গলবার সিএনবিসির খবরে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গুগলের শীর্ষ নেতৃত্ব প্রতিষ্ঠানটির অভ্যন্তরে একটি মেমো প্রচার করেছে। এ মেমোয় বলা হয়েছে, গুগলের কর্মীদের ৩ ডিসেম্বরের মধ্যে তাদের টিকা গ্রহণসংক্রান্ত তথ্য ঘোষণা করতে হবে।  যারা এ সময়ের মধ্যে নথি দেখাতে পারেননি তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে সংস্থাটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৮ জানুয়ারির মধ্যে যে সব কর্মী কোভিড টিকার নিয়ম অনুসরণ করবেন না তাদের ৩০ দিনের জন্য ছুটিতে পাঠানো হবে। তারপর ৬ মাসের জন্য বেতনহীন ছুটিতে পাঠানো হবে। এমনকি চাকরিও হারাতে পারেন তারা। তবে এই বিষয়টি প্রকাশ্যে আসার পর গুগলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সিএনবিসির প্রতিবেদনের বিষয়ে জানতে গুগলের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। কিন্তু এ বিষয়ে গুগল সরাসরি কোনো মন্তব্য করেনি। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ