• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

৫০০ কেজি করে চাল পাবে ৩২ হাজার পূজামণ্ডপ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১  

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের ৬৪ জেলায় ৩১ হাজার ৯৩২টি পূজামণ্ডপে বিতরণের জন্য ১৫ হাজার ৯৬৬ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। প্রতিটি মণ্ডপ ৫০০ কেজি হারে চাল পাচ্ছে। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে চালের বরাদ্দপত্র জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হবে আগামী ১১ অক্টোবর।

বরাদ্দপত্রে বলা হয়েছে, সরকার শারদীয় দুর্গাপূজা উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশের ৬৪টি জেলার ৩১ হাজার ৯৩২টি পূজামণ্ডপে আগত ভক্তদের আহার্যবাবদ বিতরণের জন্য ১৫ হাজার ৯৬৬ টন চাল বরাদ্দ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, জেলা প্রশাসক তার জেলাধীন পূজামণ্ডপের সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য/সচ্ছলতা/দারিদ্র্যতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনা করে উপজেলাওয়ারী চাল উপ-বরাদ্দ করবেন। মণ্ডপ সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুত রেখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে অবহিত করতে হবে বলে বরাদ্দপত্রে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে আসন্ন প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) উদযাপন উপলক্ষে দেশের ২২টি জেলার দুই হাজার ৭৮২টি বৌদ্ধমন্দিরের অনুকূলে আগত ভক্তদের আহার্যবাবদ বিতরণের জন্য মন্দিরপ্রতি ৫০০ কেজি হারে সর্বমোট এক হাজার ৩৯১ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ