• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বন্যার্ত জেলায় গবাদি পশুর খাবার কেনার জন্য ১ কোটি টাকা বরাদ্দ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ অক্টোবর ২০২১  

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, এবার বন্যায় জেলায় গরু-ছাগলের খাবার কেনার জন্য প্রায় ১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। শিবগঞ্জ উপজেলার জন্যই ৯৬ লাখ টাকা দিয়েছে। বন্যার সময় যদি কারো গরু-ছাগলের খাবার যোগান দিতে কষ্ট হয়, তাই এই বরাদ্দ।

শনিবার (২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন ডিসি।

জেলা প্রশাসক আরও বলেন, মানুষকে আর্থিক সহায়তা দিতে দিতে আমাদের ব্যস্ত সময় কাটে। মানুষকে সাহায্য করার জন্য যে পরিমাণ টাকা আসে, এ টাকা বিতরণ করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। আমাদের দেশ এখন উৎপাদনে অনেক এগিয়ে গেছে।

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রার উৎপাদনশীলতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভা হয়। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী মোহসীন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, চেম্বার অব কমার্সের পরিচালক শহিদুল ইসলাম।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ