• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মুক্তিযোদ্ধা-প্রতিবন্ধীদের মাঝে পল্লীবিদ্যুতের সেবা কার্ড

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১  

দেশে প্রথমবারের মতো অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সেবা মানুষের ঘরে পৌছে দিতে ‘অগ্রাধিকার সেবা কার্ড’ চালু করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। সোমবার দুপুরে সমিতির কার্যালয়ের সভা কক্ষে এ সেবা কার্ড বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও রেমিট্যান্স যোদ্ধাসহ চার ধরণের মানুষের মাঝে এ সেবা কার্ড বিতরণ করা হয়। এতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্তাবধায়ক প্রকৌশলী আলতাফ হোসেন চৌধুরী, সেবা কার্ড গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা মো. জিন্নাত আলী, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার স্ত্রী শাহিনা আক্তার শম্পা, প্রতিবন্ধী মনোয়ারা বেগম। 

অনুষ্ঠানে ১৫ জন বীর মুক্তিযোদ্ধা, ৫ জন রেমিট্যান্স যোদ্ধা, ১ জন প্রতিবন্ধী ও ১ জন সিনিয়র সিটিজেনসহ ২২ জন গ্রাহককে পল্লী বিদ্যুৎ অগ্রাধিকার সেবা কার্ড প্রদান করা হয়। এর আগে সকালে সমিতি প্রাঙ্গনে পায়রা ও বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জিএমপি’র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান, বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের তত্তাবধায়ক প্রকৌশলী মো. আলতাফ হোসেন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী সুজন শাহ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি আব্বাস আলী, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম (কারিগরি) মো. জাহিদুল ইসলাম, এজিএম (এইচআর) জহিরুল ইসলাম, এজিএম (সদস্য সেবা) মো. রিয়াদ কাইয়ুম ও এজিএম (অর্থ ও হিসাব) মো. মাহমুদুল হাসান মুন্না প্রমুখ। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ