• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১  

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার জানিয়েছেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে আছে। যারা মালয়েশিয়ায় যেতে চান তাদের সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে টাকা না দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কুয়ালামাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান হাইকমিশনার।

প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে আছে। এটা হওয়ার পরে হাইকমিশন থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। যারা মালয়েশিয়ায় আসতে চান, এটা চূড়ান্ত হওয়ার আগে কাউকে টাকা দেবেন না।

তিনি আরও বলেন, আমরা মর্যাদা ও নৈতিকতার ভিত্তিতে মালয়েশিয়ায় কর্মী নিয়ে আসতে চাই। সে কারণে এটা নিয়ে মালয়েশিয়া সরকারের সাথে আমরা দীর্ঘ দিন আলোচনা করেছি। এখন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই আপনারা সুসংবাদ পাবেন।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান গত সপ্তাহে জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ