• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

অস্ট্রিয়া থেকে সাড়ে ৯ লাখ টিকা উপহার পেল বাংলাদেশ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১  

উপহার হিসেবে বাংলাদেশকে ৯ লাখ ৫৬ হাজার ডোজ এ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছে অস্ট্রিয়া। আগামীকাল বুধবার টিকাগুলো ঢাকায় পৌঁছার কথা রয়েছে। সোমবার অস্ট্রিয়ার ফেডারেল মিনিস্ট্রি ইউরোপিয়ান এ্যান্ড ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্সের সেক্রেটারি জেনারেল পিটার লন্সকি টিফেনথাল ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আব্দুল মুহিতের কাছে এসব টিকা হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অস্ট্রিয়া থেকে উপহার পাওয়া এসব টিকা বুধবার দেশে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

অস্ট্রিয়ায় বঙ্গবন্ধু স্মারক ডাকটিকেট অবমুক্ত : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রিয়া সরকার দুটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টিকা হস্তান্তর অনুষ্ঠানের আগে ওই ডাকটিকেট অবমুক্ত করা হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ঢাকা থেকে ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যুক্ত হন। পররাষ্ট্র সচিব ও অস্ট্রিয়ার ফেডারেল মিনিস্ট্রি ইউরোপিয়ান এ্যান্ড ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্সের সেক্রেটারি জেনারেল পিটার লন্সকি টিফেনথাল ভিয়েনা থেকে টিকেট দুটি অবমুক্ত করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ