• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

হাঁপানি দূর করতে লবঙ্গ এর কার্য্কারিতা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ জুলাই ২০২১  

লবঙ্গকে আমরা প্রায় সবাই চিনে থাকি । এটা রান্নার কাজে মশলা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে । যাদের হাঁপানির সমস্যা রয়েছে তাদের হাঁপানি চান উঠলে শরীর অনেক ক্লান্ত হয়ে যায় । হাপানি নিরাময়ের জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ হিসেবে ব্যবহার করে থাকি । কিন্তু প্রাকৃতিক উপায়ে আমরা এই অসুখ নিরাময় করতে পারি । আর সেটা হল লবঙ্গ । লবঙ্গকে আমরা মশলা হিসেবে ব্যবহার করে থাকলেও  এর নানা ধরনের ওষুধি গুণাগুণ রয়েছে । লবঙ্গকে আমরা হাঁপানি রোগের নিরাময়ে কাজে লাাগাতে পারি । তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে হাঁপানি দূর করতে লবঙ্গ কাজ করে থাকে ।

হাপানি নিরাময়ে লবঙ্গ এর ব্যবহার :

প্রথমে এক গ্লাস গরম পানিতে লবঙ্গ আর মধু মিশিয়ে নিতে হবে । এরপর এই পানি দিনে দুই থেকে তিনবার খেলে হাঁপানি ভালো হয়ে যায় । লবঙ্গে ২০-২৫% ক্লোভ তেল আর ১০-১৫% টাইটার পেনিক অ্যাসিড থাকে । যার ফলে লবঙ্গের ঝাঝ হাঁপানি সারাতে সাহায্য করে ।

হাঁপানি নিরাময় করার জন্য প্রতিদিন লবঙ্গ চা খেলে হাঁপানির টানে ভাল উপকার পাওয়া যাবে ।

লবঙ্গ গুড়ো করে ব্ল্যাক সল্ট আর গোলমরিচের একসাথে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে । এরপর এটি  বড়ির মতো করে বানিয়ে রোদে শুকিয়ে নিতে হবে ।এই শুকনো বড়ি সমস্যা হলে খেয়ে নিন বা মুখে দিয়ে চুষে খেতে হবে । তাহলে হাপানি রোগ নিরাময় হবে ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ