• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ফরিদপুরে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১  

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে দুজন মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মোট ৫১৮ জনের মৃত্যু হলো।

একই সময়ে ১৬৬ নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ২৫। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৩৪৩ জনে। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। মৃত তিনজনের একজন ফরিদপুর সদরের, একজন মাদারীপুর সদরের এবং একজন রাজবাড়ী সদরের বাসিন্দা।

জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ২২ জনের মধ্যে ভাঙ্গায় পাঁচজন, মধুখালীতে একজন, সদরপুরে দুজন, চরভদ্রাসনে একজন এবং ফরিদপুর সদরে ১২ জন রয়েছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৬২ জন।

এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৩৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন নয়জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫১৮ জন। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ