• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বরিশালে করোনা শনাক্ত ও মৃত্যুর হার নিম্নগামী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১  

বরিশালে কমছে করোনা শনাক্ত ও মৃত্যুর হার। জেলার মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সর্বশেষ নমুনা পরীক্ষায় শতকরা ৭.২৯ ভাগ করোনা শনাক্ত হয়েছে। 

মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত সোমবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো গত মে মাসের পর সর্বনিম্ন ৩৬ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৪ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে একজন রোগীর মৃত্যু হয়েছে। 

এর আগে গত রবিবার পিসিআর ল্যাবে শনাক্তের হার ছিলো ৫.৩৯ ভাগ, শনিবার ছিলো বরিশালে আরটি পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর সর্বনিম্ন ১.১১ ভাগ, শুক্রবার ১২.৮৬ ভাগ, বৃহস্পতিবার ৩.৫৮ ভাগ, বুধবার ৭.৬৯ ভাগ এবং মঙ্গলবার ছিলো ৮.৯৫ ভাগ। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ