• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনায় প্রাণ গেলো আরও ২৫ জনের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১  

দেশে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা নেমে এসেছে হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮১৮ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জনে। একই সময় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৯৩ জনে।

শরিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ১৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ রোগে প্রথম একজনের মৃত্যু হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ