• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

১২ বছরের ঊর্ধ্বে সবাই পাবে করোনার টিকা, ৪০ হলে বুস্টার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২  

করোনা ভাইরাস প্রতিরোধী টিকা প্রাপ্তির বয়স সীমা আরও কমানো হয়েছে। সেই সঙ্গে বুস্টার ডোজ (৩য় ডোজ) পাওয়ার বয়সও কমিয়েছে সরকার। এখন থেকে ১২ বছরের ঊর্ধ্বে সবাই করোনা টিকা নিতে পারবে। আর চল্লিশোর্ধরা নিতে পারবেন বুস্টার ডোজ।

রবিবার (৩০ জানুয়ারি) সকালে করোনা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এভাবে রোগী বাড়তে থাকলে হাসপাতালগুলোতে চাপ বাড়বে। আমরা অধিক সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে চাই। আমাদের হাতে এখনো অনেক টিকা আছে। তাই আমরা টিকা দেয়ার বয়সসীমা কমিয়েছি। তবে আমাদের স্বাস্থ্যবিধিও মানতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

তিনি আরও বলেন, করোনা টিকা দেয়ায় দেশে এখনও মৃত্যুর হার কম। এখন ৯ কোটি টিকা মজুদ আছে। শুধুমাত্র ভাসমান মানুষ জনসনের এক ডোজ টিকা পাবেন।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত এক মাসে তিন কোটি ৪০ লাখ টিকা দেয়া হয়েছে। এখন পর্যন্ত ১৫ কোটি ৭০ লাখ টিকা দেয়া হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ