• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনায় মৃত্যুহার কম থাকার কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২  

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টার্গেট জনগোষ্ঠীর ৮৫ শতাংশই টিকার আওতায় এসেছে। পাশাপাশি এখনও ১০ কোটি ডোজ টিকা মজুদ আছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন সংযুক্ত ক্রিটিক্যাল কেয়ার, ডায়ালাইসিস ইউনিট ও অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনায় মৃত্যুহার কম থাকার অন্যতম কারণ হচ্ছে টিকা কার্যক্রম চলমান থাকা।

এ সময় জাহিদ মালেক বলেন, করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে ৮৫ শতাংশই টিকা গ্রহণ করেননি। অনেকের মধ্যে এখনও টিকার ব্যাপারে অনীহা আছে। যারা নেননি টিকা এখনো, তাদের দ্রুত নেওয়ার আহ্বান জানান তিনি।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এ মাসের শেষের দিকে স্কুল খুলে দেওয়া হবে।

এর আগে গত শনিবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ কমে আসায় ২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে কোনো আপত্তি থাকবে না।

মন্ত্রী বলেন, ‘২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী কথা বলছেন। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই। তবে আমাদের পরামর্শ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। আর স্কুল-কলেজের যেসব ছেলে-মেয়ে এখনো টিকা নেয়নি, তারা যেন দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা নিয়ে নেয়।

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্যমাত্রার ৮৫ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। কাজেই সংক্রমণ এবং মৃত্যুর ঝুঁকি এখন অনেকটাই কমে গেছে। এরপরও আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে গেলে মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ