• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিএসএমএমইউতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অনলাইনে পাচ্ছেন রোগীরা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সেবা নিতে আসা রোগীরা রোগ নির্ণয়ের পর পরীক্ষার রিপোর্ট এখন থেকে অনলাইনেই পাবেন। বুধবার (২৬ অক্টোবর) এ সেবার উদ্বোধন করেছেন বিএসএমএমইউ উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।

বায়োকেমেস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে এ সেবার উদ্বোধন করে শারফুদ্দিন আহমেদ বলেন, দুই থেকে আড়াই হাজার রোগী রক্ত পরীক্ষার জন্য এ বিশ্ববিদ্যালয়ে আসেন। পরীক্ষার পর রিপোর্ট নিতে আসতে ভোগান্তিতে পড়তে হয় তাদের। এ ভোগান্তি দূর করার জন্য অনলাইনে রক্ত পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছে। এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার যে উদ্যোগ, তারই একটি অংশ।

তিনি বলেন, পর্যায়ক্রমে সব ডিপার্টমেন্টে স্বাস্থ্য পরীক্ষার জন্য ডিজিটাল ব্যবস্থা চালু হবে। শুধু বায়োকেমেস্ট্রি বিভাগে ডিজিটাল পদ্ধতিতে রিপোর্ট প্রদান করার কারণে দৈনিক ১৪ লাখ টাকা সাশ্রয় হবে রোগীদের। এছাড়া রোগীদের সময় বাঁচবে আর রিপোর্ট নিতে আসার জন্য কষ্টও দূর হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ