• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

চিকিৎসকদের শাটডাউন তুলে নেয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৪  

সারাদেশে চিকিৎসকদের ডাকা শাটডাউন তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। এ ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আজ রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘কথায় কথায় চিকিৎসকদের ওপর হামলা মেনে নেয়ার মত নয়। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, যারা অভিযোগ করেছেন চিকিৎসা ঠিক মতো হয়নি, তাদের জন্য একটা তদন্ত কমিটি করেছি। যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে, সেটা দেখার জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চিকিৎসকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, ‘তোমরা আমার সন্তানদের মতো। শাটডাউন তুলে নাও। মানুষের সেবা করার জন্য এসেছ। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছ। আবারো উজাড় করে দাও। তোমরা প্রমাণ করো, মানুষের সেবার জন্য এসেছো। মানুষের দুঃখে তোমাদের মন কাঁদে, তাদের জন্য তোমরা আছো। এটাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ