• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৩

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

ইন্দোনেশিয়ায় আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামিতে ‍মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৩ জনে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।
শনিবার সুমাত্রা ও জাভার মধ্যবর্তী ওই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে দ্বীপ দুটির উপকূলীয় অঞ্চলে সুনামি আঘাত হানে। ধারণা করা হচ্ছে, অগ্ন্যুৎপাতে ফলে সাগরের তলদেশে ভূমিধসের কারণে এই সুনামির উদ্ভব।
রোববার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত শুরু হয়। এর ফলে ধোঁয়া ও ছাইয়ে ঢেকে যাচ্ছে আকাশ।
সুন্দা প্রণালীতে অবস্থিত ওই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষ বিমান থেকে তোলা ওই ভিডিওতে দেখা, আগ্নেয়গিরি থেকে অনবরত অগ্ন্যুৎপাত হচ্ছে এবং লাভা, ধোঁয়া ও ছাই বের হচ্ছে।
সুনামির পর বিধ্বস্ত উপকূলীয় শহরে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
ওই আগ্নেয়গিরির নিকটবর্তী উপকূলীয় বাসিন্দাদের সৈকত থেকে দূরে অবস্থান করতে বলা হয়েছে। যেকোনো সময় ফের সুনামি আঘাত হানতে পারে বলে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।

সোমবার ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নুগ্রহো এক বিবৃতিতে বলেন, ‘৩৭৩ জন নিহত হওয়ার পাশাপাশি সুনামিতে ১৪৫৯ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১২৮ জন।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ