• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিষাক্ত মদ পানে রাশিয়ায় ১৮ জনের মৃত্যু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১  

রাশিয়ায় আবারও বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু হয়েছে।   শনিবার (১৬ অক্টোবর) ইয়েকাতেরিনবার্গ শহরে এ ঘটনা ঘটে। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি এ তথ্য জানায়।

এক বিবৃতিতে কমিটি জানায়, ওই ১৮ জন মিথেনলযুক্ত মদ পান করেন, যা সাধারণত শিল্প-কারখানায় ব্যবহার করা হয়ে থাকে। যে কারণে তাদের মৃত্যু হয়। ভুক্তভোগীরা ০৭-১৪ অক্টোবরের মধ্যে একদল লোকের কাছ থেকে এ অ্যালকোহল আনেন। এরই মধ্যে ওই দলের দু’জনকে আটক করা হয়েছে।

এর আগে, এক তদন্তে বেরিয়ে আসে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক সপ্তাহের মধ্যে বিষাক্ত মদ পানে ৩৪ জনের মৃত্যু হয়। অতীতেও অ্যালকোহল পানে রাশিয়ায় গণমৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। ২০১৬ সালে সাইবেরিয়ায় মিথেনলযুক্ত অ্যালকোহল পানে ৭৭ জনের মৃত্যু হয়েছিল।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ