• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সম্পর্ক আরও গভীর করার পরিকল্পনা করছে ইরান-রাশিয়া

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১  

ইরান ও রাশিয়া নিজেদের মধ্যে সম্পর্ক আরও গভীর করার পরিকল্পনা করছে। ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ইরান ও রাশিয়ার জ্যেষ্ঠ আইনপ্রণেতারা দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পথ সুগমে সংসদীয় পর্যায়ে যোগাযোগ বাড়াতে আলোচনা করেছেন।

রাশিয়ান রাষ্ট্রীয় দুমার চেয়ারম্যান ভয়াচেস্লাভ ভিক্টরোভিচ ভোলোদিনের সঙ্গে সোমবার ইরানের সংসদের স্পিকার মুহাম্মদ বাকের কালিবাফ টেলিফোনে আলাপ করেন। 

আলাপে কালিবাফ দুই দেশের ইকোনমিক কমিশনসহ যৌথ সংসদীয় কমিশনের মধ্যে বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার বিষয়ে জোর দেন।

তিনি রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য ইরানের পার্লামেন্টের সমর্থনও প্রকাশ করেন।

কালিবাফ বলেন, সরকারের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সহজতর ও ত্বরান্বিত করতে আইনসভা প্রধান ভূমিকা পালন করে।

অন্যদিকে ভোলোদিন ইরানের সঙ্গে রাশিয়ার সংসদীয় পর্যায়ে সহযোগিতা বাড়ানোর কথা জানান।

ভোলোদিন বলেন, পারস্পরিক সম্মান মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্কের ভিত্তি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ