• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এবার কাশ্মীরি কন্যার কণ্ঠে ‘মানিকে মাগে হিতে’ ভাইরাল!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১  

২০২০ সালের আলোচিত সেই সিংহলি গান ‘মানিকে মাগে হিতে’ এবার ভারতের কাশ্মীরে! ইয়োহানি দিলোকা দি সিলভার গানটি কাশ্মীরি ভাষায় গাইলেন গায়িকা রানি হাজারিকা। খবর ইন্ডিয়া টুডের। কাশ্মীরের এ শিল্পী গানটি গাইতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ইনস্টাগ্রামে ভাইরাল ‘মানিকে মাগে হিতে’-র এ নতুন সংস্করণ। এই একটি গানের বদৌলতে বলিউডে অজয় দেবগনের আগামী ছবিতে গাইতে যাচ্ছেন ইয়োহানি। তারই নতুন সংস্করণ এবার জনপ্রিয়তা এনে দিল কাশ্মীরি গায়িকাকে। রানির পরনে স্থানীয় পোশাক। কণ্ঠে মাতৃভাষা। ইয়োহানির আবেগ, মাতিয়ে দেওয়া সুর যেন হুবহু শোনা গেছে কাশ্মীরি কন্যার গায়কীতে। রানি তার এই রিমেকের নাম দিয়েছেন ‘মায়ান ইয়ারা’। ইনস্টাগ্রামে জানিয়েছেন— হাজারও অনুরোধের পর মূল সিংহলি গানটির যাবতীয় বৈশিষ্ট্য বজায় রেখেই তিনি কাশ্মীরি ভাষায় গানটি নতুনভাবে গাইলেন। ভক্তদের কাছ থেকে ইতোমধ্যে ভালো সাড়া পেয়েছেন। তার আশা, আগামী দিনে ‘মায়ান ইয়ারা’ লোকমুখে আরও প্রচার পাবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ