• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সুদানে সোনার খনিতে ধস, নিহত ৩৮

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১  

সুদানে সোনার খনিতে ধসের ঘটনায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির পশ্চিম কর্দোফান প্রদেশে এ ঘটনা ঘটেছে। সুদানিজ মিনারেল রিসোর্সেস কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার দূরে ফুজা গ্রামে অচল ও বন্ধ খনিটিতে এ ধসের ঘটনা ঘটে।

কোম্পানির মুখপাত্র ইসমাইল তিসু বুধবার জানিয়েছেন, অন্তত ৩৮ জন মারা গেছেন। তবে এখনও পর্যন্ত নিহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দারসায়া নামের ওই খনির একাধিক খাদে ধসের পর অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের উদ্ধারে দুটি ড্রেজার দিয়ে খননকাজ চলছে।

সুদানের সোনার খনিগুলোতে প্রায়ই প্রাণঘাতী ধসের ঘটনা ঘটে। খনিতে সুরক্ষার জন্য নির্ধারিত মানদণ্ডগুলো অধিকাংশ ক্ষেত্রেই মানা হয় না।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ