• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ইতালির বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শুনলেন বঙ্গবন্ধুর গল্প

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ মে ২০২২  

ইতালির খ্যাতনামা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শোনানো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গল্প।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মে) রাজধানী রোমে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত গ্লোবাল কনভারসেশন শীর্ষক সেমিনারে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধুর জীবনী উপস্থাপন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান।

'বাংলাদেশ অ্যান্ড বঙ্গবন্ধু ইন দ্য ইভোলভিং জিওপলিটিক্যাল কনটেক্সট অফ সাউথ এশিয়া অ্যান্ড বিইয়ন্ড' শীর্ষক প্রবন্ধ উপস্থাপনকালে রাষ্ট্রদূত বলেন, 'বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সুতোয় গাঁথা।'

বাংলাদেশের ভাষা আন্দোলন ও স্বাধিকার প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুর ভূমিকা উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত শামীম শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধুর জীবন দর্শনের কিছু দৃষ্টান্ত তুলে ধরে বলেন, 'বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক অগ্রযাত্রার সার্থক রূপায়নে জাতির পিতার প্রদর্শিত পথই নেপথ্যে অবদান রাখছে। আর দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বঙ্গবন্ধুর দেখানো মূলনীতিগুলো এখনো প্রাসঙ্গিক ও কার্যকর।'  

তিনি বলেন, 'বঙ্গবন্ধুর স্বপ্ন ও দর্শনের পথ ধরেই আজকের বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। বঙ্গবন্ধুর কালোত্তীর্ণ রূপকল্প ও দর্শনেরই ফসল বর্তমান বাংলাদেশ।'

সেমিনারে বাংলাদেশ ও বঙ্গবন্ধু, বাংলাদেশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, ভূ-রাজনৈতিক কৌশল এবং বিশ্ব রাজনীতিতে এর অবস্থান ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের দেন রাষ্ট্রদূত। বাংলাদেশ ও বঙ্গবন্ধুর ওপর নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয় এ সময়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং বাংলাদেশ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ