• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মহানবিকে কটূক্তি, বিক্ষোভে উত্তাল ভারত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ জুন ২০২২  

ভারতের মোদি সরকারের দুই নেতা মহানবিকে নিয়ে কটূক্তি করায় দেশটির রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।

শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর মুসলমানরা মিছিল বের করেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে, মহানবিকে কটূক্তি করা নূপুর শর্মা ও নবীন জিন্দলকে গ্রেপ্তারের দাবিতে দিল্লি, কলকাতা, হায়দরাবাদসহ বড় বড় শহরগুলোতে বিক্ষোভ করেছে মুসলমানরা।

এ ছাড়া সাহারানপুর, মোরাদাবাদ, প্রয়াগরাজ, ফিরোজাবাজ, লখনউ, কানপুর, লুধিয়ানা, নবি মুম্বই, রাঁচি, আহমেদাবাদ, তেলেঙ্গানা, শ্রীনগর ও কলকাতার পার্ক সার্কাসের সামনেও প্রতিবাদ মিছিল বের হয়। এরমধ্যে কিছু জায়গায় বিক্ষোভকারীদে ওপর লাঠিচার্জ করে পুলিশ। বিশেষ করে পশ্চিমবঙ্গের হাওড়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যপক সংঘর্ষ হয়েছে। আন্দোলন যেন না ছড়ায় সেজন্য ১৩ জুন সকাল ৬টা পর্যন্ত সেখানে ইন্টারনেট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মহানবিকে কটূক্তি করায় বিজেপির ওই দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নবীন জিন্দলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, নূপুর সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। দিল্লি পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর করলেও তাদের এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া, সংবাদ প্রতিদিন, আল-জাজিরা

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ