• শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

হেলিকপ্টারে বসে ইমরান খানের নামাজের ভিডিও ভাইরাল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২  

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের হেলিকপ্টারে নামাজ পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ভ্রমণকালে হেলিকপ্টারে বসেও সময়মতো নামাজ আদায় করায় অনেকেই তার প্রশংসা করেছেন। তবে বিষয়টি নিয়ে সমালোচনাও করেছেন অনেকে।

জানা যায়, আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে পুরো পাকিস্তান চষে বেড়াচ্ছেন ইমরান খান। সম্প্রতি তিনি খাইবার-পাখতুনখোয়া সফর করছেন।

ওই অঞ্চলের পাহাড়ের ওপর দিয়ে হেলিকপ্টারে যাওয়ার সময় তিনি সামনের সিটে বসে নামাজ আদায় করেন। পেছন থেকে কেউ তা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ