• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ইউক্রেনকে এফ-১৬ দিলে সংঘাতে ন্যাটোর সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠবে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ মে ২০২৩  

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিলে চলমান সংঘাতে ন্যাটোর সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ।

সোমবার (২২ মে) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

রুশ রাষ্ট্রদূত বলেছেন, এফ-১৬ পরিচালনার জন্য ইউক্রেনে কোনো অবকাঠামো নেই। তাদের কাছে প্রয়োজনীয় সংখ্যক পাইলট ও রক্ষণাবেক্ষণ কর্মীও নেই।

কয়েক মাস ধরে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের উন্নত ফাইটার জেট সরবরাহের আহ্বান জানিয়ে আসছেন।  

এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং ডাচ প্রধানমন্ত্রী গত সপ্তাহে ঘোষণা করেছেন যে তারা যুদ্ধবিমান সরবরাহের জন্য একটি আন্তর্জাতিক জোট গড়ে তুলতে সম্মত হয়েছেন। যা থেকে ইউক্রেনকে সমর্থন করা হবে।

এরপর শুক্রবার, মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন ইউক্রেনীয় পাইলটদের জন্য এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণ কর্মসূচির অনুমোদন করেছেন। জেলেনস্কি বাইডেনকে আশ্বাস দিয়েছেন যে, এই বিমান রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করা হবে না।

রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ বলেছেন, এটি গুরুত্বপূর্ণ যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিক্রিয়া সম্পর্কে পুরোপুরি সচেতন হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ