• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

হাইতিতে ভূমিধসে ৪২ জন নিহত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ জুন ২০২৩  

হাইতিতে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। এই ভুমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১১ জন। পরিস্থিতি মোকাবেলায় হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি জাতীয় জরুরি পরিচালনা কেন্দ্রকে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ভারি বৃষ্টির কারণে এ পর্যন্ত দেশটির ৩৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন প্রায় সাড়ে ১৩ হাজার মানুষ। হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর লিওগানের অবস্থা বেশি শোচনীয়। শহরটির আশপাশের তিনটি নদী প্লাবিত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কেবল লিওগান শহরেই অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাবার, নিরাপদ খাওয়ার পানি ও ওষুধ প্রয়োজন বলে জানিয়েছেন শহরটির মেয়র।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ