• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দখল করা ইউক্রেনীয় অঞ্চলে ভোট, পুতিন সমর্থকদের বড় জয়

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩  

গত বছরের যুদ্ধে ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়া দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনে রাশিয়ার তত্ত্বাবধানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ভোট। ভোটের ফল প্রকাশ করে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে অঞ্চলগুলোতে ইউনাইটেড রাশিয়া পার্টি জয়লাভ করেছে।

ইউনাইটেড রাশিয়া পার্টি পুতিনের সমর্থক।রাশিয়ার সঙ্গে যুক্তকরা ইউক্রেনের এই চার অঞ্চলে পুতিন–সমর্থিত প্রার্থীরা ভোট পেয়েছেন ৭০ শতাংশের বেশি। খবর টাইমস অব ইন্ডিয়া।  

গত বছর ইউক্রেনের এই চার অঞ্চলকে নিজেদের করে নেয় রাশিয়া। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই ভোটের সমালোচনা করে বলছে, এর ফল রাশিয়াকে ভোগ করতে হবে।

ইইউ বলছে, ভোটের মাধ্যমে ইউক্রেনের দখল এলাকা গুলোকে নিজেদের বলে বৈধতা দেওয়ার চেষ্টা করছে রাশিয়া। এই নির্বাচনে সঙ্গে জড়িত কর্তৃপক্ষ এবং ভোটে অংশ নেয়া নেতাদের এর ফল ভোগ করতে হবে।  

দখল করা ইউক্রেনীয় অঞ্চল গুলো ছাড়াও রাশিয়ার অঞ্চলগুলোতেও ভোট হয়েছে। ভোটে ক্রেমলিন–সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। যদিও এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ইউক্রেন এই নির্বাচনের বিরোধিতা করে বলছে, এটি একটি অবৈধ নির্বাচন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ