• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সৌদি রাজপুত্রের কাছে বিশ্বের সবচেয়ে দামি বিমান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের সবচেয়ে দাবি ব্যক্তিগত বিমানটি সৌদি আরবের রাজপুত্র ও ব্যবসায়ী আল ওয়ালিদ বিন তালাল আল সৌদের কাছে। এই বিমানের দাম বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৪৮৭ কোটি টাকার বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির রাজপুত্রের ব্যক্তিগত বিমানটি বোয়িং ৭৪৭-এর। এর বাজারমূল্য ২ হাজার ১৯৫ কোটি টাকার মধ্যে। কিন্তু সব মিলিয়ে মোট মূল্য ছাড়িয়েছে ৫ হাজার ৪৮৭কোটি টাকা। কেন বাড়তি দাম?

সৌদির রাজপুত্রের ব্যক্তিগত বিমানটি বোয়িং ৭৪৭-এর। এর বাজারমূল্য ২ হাজার ১৯৫ কোটি টাকার মধ্যে

মূলত এ বিমানটি আরও বিলাসবহুল করার কারণে দাম বেড়েছে। চোখ ধাঁধানো অন্দরসজ্জার ফলেই জেটটির দাম এখন আকাশছোঁয়া।

এই বিমানে অন্তত ৮০০ জন একসঙ্গে যেতে পারেন। এ ছাড়া রয়েছে ১০ আসনের ডাইনিং হল, বিলাসবহুল বেডরুম, নামাজের ঘর। রয়েছে হোম থিয়েটার ও স্পা। এছাড়া ‘স্টিম বাথ’-এর জন্য রয়েছে আলাদা ঘর।

যার কাছে এত দামি ব্যক্তিগত বিমান রয়েছে, তার সম্পত্তি কত? ফোর্বসের খবর অনুযায়ী, সৌদির রাজপুত্রের মোট সম্পত্তির পরিমাণ ১.৫৫ লাখ কোটি টাকা। সেই তুলনায় মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ অনেক বেশি। রিলায়্যান্স কর্ণধারের মোট সম্পত্তির পরিমাণ ৭৯ লাখ ৫৮ হাজার কোটি টাকার বেশি।
 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ