• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্প অনুভূত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩  

মিয়ানমার ও থাইল্যান্ডে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে ভূমিকম্প আঘাত হানে দেশ দুইটির পূর্ব মিয়ানমার ও উত্তর থাইল্যান্ডে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের শান রাজ্যের কেং তুং শহরের প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এটি উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আক্রান্ত অঞ্চলটি চীন, লাওস এবং থাইল্যান্ডের সীমান্তের কাছে। থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর এবং জনপ্রিয় পর্যটন গন্তব্য চিয়াং মাইতে কম্পন অনুভূত হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ