• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে রাজি ইউরোপের চার দেশ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪  

প্রায় আট দশক ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের চারটি দেশ। এই দেশগুলো হলো- স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া।

ইতোমধ্যে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। শুক্রবার ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের এক বৈঠকের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ কথা বলেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, গত বছর ক্ষমতায় আসা তার সরকারের চার বছরের মেয়াদকালের মধ্যেই এ স্বীকৃতি মিলবে। আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে তারা একটি চুক্তিতে পৌঁছাতে পেরেছেন বলে জানান স্পেনের প্রধানমন্ত্রী।

ওই বৈঠকের পর আয়ারল্যান্ডের পক্ষ থেকেও যৌথ বিবৃতি দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা।

আর এটা বাস্তবায়ন করা গেলেই কেবল ইসরায়েল ও ফিলিস্তিনিরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাস করতে পারবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে আলাদা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য দীর্ঘদিন সংগ্রাম করে আসছে ফিলিস্তিনি জনগণ। সম্প্রতি গাজায় চালানো ইসরাইলের অভিযানের পর এই বিষয়টি আরো আলোচনায় এসেছে।

গত নভেম্বরে স্পেনে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বৈঠক করে আরব রাষ্ট্রগুলো। সেখানে ফিলিস্তিন–ইসরাইলের সংঘাত বন্ধে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে সম্মত হয়।

১৯৮৮ সাল থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩৯টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ