• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪  

সিরিয়ার পূর্ব দেইর আল-জোর প্রদেশের কনোকো গ্যাসক্ষেত্রে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। খবর সিনহুয়া নিউজের।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর তথ্যানুসারে, কনোকো গ্যাসক্ষেত্রের মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার সময় ঘাঁটি জুড়ে অ্যালার্ম বেজে উঠে।

যুক্তরাজ্যভিত্তিক এই যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থাটি জানিয়েছে, ইরানপন্থি মিলিশিয়া যোদ্ধারা এই হামলা চালিয়েছে।

হামলার পর, যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) পূর্ব দেইর আল-জোর প্রদেশে ইরানপন্থি মিলিশিয়া যোদ্ধাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক গোলাবর্ষণ করে। ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে এই মিলিশিয়াদের লক্ষ্য করে এসডিএফ ভারী মেশিনগান ব্যবহার করেছে বলে জানা গেছে।

এসব সংঘর্ষে হতাহতের কোনো তাৎক্ষণিক খবর নিশ্চিত করা যায়নি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় মার্কিন ঘাটিগুলোতে লাগাতার হামলা চালাচ্ছে ইরান সমর্থিত মিলিশিয়ারা। ইতিমধ্যে ১৩৫টি হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে ৪০টিরও বেশি হামলা চালানো হয়েছে কনোকা গ্যাস প্লান্টকে লক্ষ করে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ